বাংলা বাস্তবতার এসএমএস ২০১৯ পিকচা।


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
   বাংলা বাস্তবতার এসএমএস।  



. পায়ের আলতা কিন্তুু খুব সুন্দর জিনিস। কিন্তু আলতাকে সবসময় গোড়ালীর নিচেই পড়ে থাকতে হয়, এর উপরে সে কখনো উঠতে পারেনা।


. না চাইতেই যা পাওয়া যায়, তা সবসময় মূল্যহীন থাকে।


. বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা কর,আর  সমালোচনার আগে ধৈর্য্য ধর, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেয়ার আগে একবার  চেষ্টা কর।



. রহস্য সৌন্দর্যের সৃষ্টি করে, আর কৌতূহলেরও জন্ম দেয়।


কিছু কথা শুধু নিজের ভেতরে রাখো। তাহলে দ্বিতীয় কেউ জানবে না। কোনভাবেই না। দুই জন জানলে বিষয়টা গোপন থাকে। তিনজন জানলে নাও থাকতে পারে। আর চারজন জানা মানে সবাই...... এক সময় জেনে যাবে।


. চোখের জলের মত পবিত্র কিছু নেই। কারন এই জলের স্পর্শে সব গ্লানি-মালিন্য কেটে যায়।


. প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়।
সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ।  কারন বাস্তবতা যতই মধুরই হোক, স্বপ্নের মত হয় না। স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু সত্যি নয়। স্বপ্ন দেখতে হয় আর সেটার জন্য কাজ করতে হয় - এটা হচ্ছে সত্যি


মোহের কাছে পরাজিত হওয়া ঠিক নয়। কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে অপরাজিত থাকে।


. স্মৃতি সুখ বা দুঃখের যাই হোক, সবসময়ই তা কষ্টের। দুঃখ-কষ্ট-বেদনা ছড়াতে হয় না। ছড়িয়ে দিতে হয় আনন্দ। দুঃখ ভুলে যাওয়া অনেক কঠিন। তবে সুখ আর স্মৃতি মনে রাখা তার চেয়েও একটু বেশি কঠিন।


. অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে, তাতে উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না।


. বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে। আর প্রিয়জনদের থেকে তাই দূরে থাকাই ভাল। সম্পর্ক স্থির নয়, সেটা পরিবর্তনশীল।


যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে, তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে।আর  মায়া-মমতা-ভালবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার।



. খুব বেশি সুন্দর কোন কিছুই দীর্ঘস্থায়ী হয় না। খুব ভাল মানুষরাও বেশি দিন বেচে থাকে না। স্বল্পায়ু নিয়েই তারা পৃথিবীতে প্রবেশ করে।


. যার কাছে ঘুম আনন্দময় সেই এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে।


সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় মানুষের । যেসব মানুষের শখ মিটে গেছে তারাই অসুখী।


. সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়।


কাগজে-কলমে কোন সৌন্দর্যের যথার্থতা কখনোই ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়।


মানবহৃদয় ঠিক একটা  আয়নার মত। সে আয়নায় ভালবাসার আলো পড়লে,একদিন  তা ফিরে আসবেই।
হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না। কারন অল্প বললেই সে সবকিছুই বুঝে নেয়।


তুমি যদি কাউকে হাসাতে পার,তাহলে  সে তোমাকে বিশ্বাস করবে। সে তোমাকে  আস্তে আস্তে পছন্দও করতে শুরু করবে।



ঘুম ভেঙ্গেছে তবু বিছানা আমাকে ছাড়ে না কেন যে, আরও ঘন্টাখানেক শুয়ে থাকা মানে কি অলসতা নাকি সত্যি বিছানা আমাকে ভালোবাসে মনে হয়।


সাদা রঙের ড্রেস পছন্দ.... পরলে সবাই বলবে ভালো লাগছে অনেক।  অদ্ভুত ব্যাপার !!! যখন মরে যাবো তখন তো সাদা রঙের কাপড়ই পরে থাকবো তখন সবাই কি বলবে????


. মানুষ বেশি দিন ভালবাসতে পারে না বলেই কিন্তু ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।


. জীবন এত ক্ষণস্থায়ী বলেই,, মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর সুন্দর  মনে হয়।


একটা সময় ছিল আমার অভিমান গুলোর অনেক কদর ছিল,অভিমান ভাঙানোর হাজার চেষ্টা করা হত 
না খাইলে জোর করে লোকমা তুলে খাইয়ে দিত ,আজ আর কেউ সারাদিন উপোষ থাকলেও একটু খাবার মুখে দেওয়ার মত কেউ নেই,হারিয়ে গেছে রঙিন সব দিনগুলি....


. মানুষের জীবনের সুখ আর Android ফোনের চার্জ কখনই দীঘস্থায়ী নয় ! পার্থক্য একটাই Android এর চার্জ যেকোনো সময় দেয়া যায় ।  আর সুখ সব সময় পাওয়া যায় না।


. প্রকৃত স্মার্ট তো তারাই , যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে....


স্বাভাবিক ব্যাপারগুলোকে যখন  স্বাভাবিকভাবে যেসব মানুষ  মেনে না নিতে পারে ,  সেই  মানুষগুলোই সাধারনত অস্বাভাবিক হয়ে থাকে |


আপনার রাগের জন্য হয়তো কেউ আপনাকে শাস্তি দেবে না , কিন্তু আপনার সেই  রাগই আপনাকে একদিন  শাস্তি দেবে।


কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে একদন  টিস্যু পেপার মনে করে,নিজের প্রয়োজনে তারা ব্যবহার করে, প্র‍য়োজন শেষ হলেই ছুঁড়ে ফেলে দেয়া।



মাথাব্যথা করলে একটা প্যারাসিটামল খেয়ে নিতে বলাটা হচ্ছে কেয়ারিং । আর মাথায় হাত বুলিয়ে দেয়াটা হচ্ছে ভালোবাসা। - বিষয়টা অনেক জটিল.. তবে, সহজ সমীক্ষা এই যে.... - ৯৫ ভাগ মানুষ বলে, আমি তোমাকে ভালোবাসি। - আর ৫ ভাগ বুঝিয়ে দেয়, আমার তোমাকে লাগবেই।


এ জীবনে অনেকেরই ভালো বন্ধু হয়েছি কিন্তু কারো প্রিয় বন্ধু হতে পারিনি..

This Is The Newest Post


EmoticonEmoticon